বড়লেখা ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা’র  আয়োজনে ইফতার বিতরণী সম্পন্ন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২ 379 views
শেয়ার করুন

আজ বড়লেখা ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা’র   আয়োজনে বড়লেখা উপজেলার ৬টি মাদ্রাসার ১৯৫ জন এতিম ও হাফেজ কোমলমতি ছাত্রদের মধ্যে ইফতার বিতরণ করে দেওয়া হয় ।
মাদ্রাসাগুলা হলো -⬇️

▫️ বড়গুল দারুল কোরআন কওমী মাদ্রাসা ॥
▫️ গল্লাসাংগন দাখিল মাদ্রাসা ॥
▫️ জামিয়া ইসলামীয়া কাঠালতলী টাকি টাইটেল মাদ্রাসা ও এতিমখানা ॥
▫️ দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা ॥
▫️ মোহাম্মদনগর কেন্দ্রিয় জামে মসজিদ ও এতিমখানা ॥
▫️ পাখিয়ালা দারুল আবরার হাফিজিয়া ও এতিম মাদ্রাসা ॥

সংগণের সম্মানিত উপদেষ্টা USA প্রবাসী মুহাম্মদ আবু সায়েম ও উনার জীবনসঙ্গীনীর আর্থিক সহযোগিতায় এই আয়েজন করা করা।

এতিমখানা কওমী মাদ্রাসাগুলোর শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ সংগঠণের প্রতি অনেক অনেক শুভকামনা প্রকাশ করেন।