বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান জামালের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন।
মাহবুব জয়নুল মাহবুব জয়নুল
নিজস্ব প্রতিবেদক
বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের শহরতলীর এক অভিজাত কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা শীলা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. আব্বাছ উদ্দিন, সদস্য জাকির হোসেন ও জাবেদ আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহসভাপতি আহমদ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সসম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক জোবের আহমদ, সহ প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন, সদস্য ইকবাল হোসেন তারেক ও কাউছার আহমদ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সাংবাদিক আহমেদ ফয়সাল, মিলাদ মো. জয়নুল, শাহিন আলম হৃদয় সহ সাংবাদিত, সাহিত্যিক,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ ।


