দুবাইয়ে প্রবাসি বড়লেখা সমাজকল্যাণ পরিষদের ইফতার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২ 505 views
শেয়ার করুন

বাংলাদেশ থেকে আমিরাতে সরাসারি শিপ চালু হলে দেশের আগর আতর শিল্প দুবাইয়ে আরো বেশি করে বাজারজাত করা যাবে। মৌলবীবাজারের বড়লেখার আগর আতর এতে করে আরো বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে। দুবাইয়ে প্রবাসি বড়লেখা সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিলে এ কথা বলেছেন বক্তারা।

বুধবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি আব্দুল করিম। খলিলুর রহমান খলু ও আতিকুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ি সাইদুল ইসলাম।

তাহের আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, কামরান আনোয়ার, এমরান আনোয়ার, আনোয়ার হোসেন, হাসান আহমদ, রেদায়ান আনোয়ার, আনোয়ার গফুর, সাইবুর রহমান সহ আরো অনেকে।

এ সময় বক্তারা আরো বলেন, মৌলভীবাজারের বড়লেখা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এসব সম্পদ এবং ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে এ সংগঠন কাজ করে যাবে। অচিরেই এ সংগঠন দুস্থ প্রবাসিদের সেবাদানের পাশাপাশি দেশের মানুষের কর্যাণে কাজ করার মানসে বড়ো ধরণের পদক্ষেপ নিচ্ছে।

পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিবেশন করেন মাওলানা সাদিকুর রহমান চৌধুরী।