আমিরাতে ক্ষুদ্র ব্যবসায়িরা এগিয়ে আছেন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২ 690 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা এখন কেবল শ্রমজীবি হিসেবে কাজ করছে না। বরং ক্ষুদ্র এবং মাঝারি ধরণের ব্যবসায় বাংলাদেশিরা এগিয়ে আছে। এই ধারা অব্যাহত থাকলে দেশ আরো সুনাম অর্জন করবে। আমিরাতের আজমানের নতুন সানাইয়াতে মোসারফ ক্যাফেটেরিয়ার উদবোধনীতে এ কথা বলেছেন বক্তারা।

সোমবার দুপুরে ফিতা কেটে এর উদবোধন করেন প্রধান অতিথি স্থানীয় ব্যবসায়ি ও সংগঠক আব্দুল্লাহ আল আজাদ।

ক্যাফেটেরিয়ার চেয়ারম্যান শামসুল ইসলামের সভাপতিত্বে এ সময় বকতব্য রাখেন প্রতিষ্ঠানের মালিক চট্টগ্রামের সাতকানিয়া বাসিন্দা নুরুল ইসলাম ও রাংগুনিয়া বাসিন্দা জাহাংগীর আলম। এ সময় তারা সকলের দোয়া চান। দেশ ও জাতির উন্নয়ন চেয়ে এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলামের নূর আল সামা সুপারমার্কেট ও জাহাংগীর আলমের আল খাইমা স্টিল লেদ অয়ার্কশপ রয়েছে।