সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বর থেকে অবশেষে ইমামের মোটর বাইক চু’রি

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ 681 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ নজরুল ইস’লামের মোটর বাইক চু’রির ঘটনা ঘটেছে।

গত বুধবার (১১ আগষ্ট) দুপুরের উপজেলা পরিষদ চত্বর থেকে হিরো লাল রঙের অন টেস্ট গ্লামার মোটর বাইকটি চু’রি হয়। মোটর বাইকের মালিক নজরুল ইস’লাম বিয়ানীবাজার থা’নায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গাড়ির ইঞ্জিন নং- JA06EJKGC00021. চেসিস নং- PSIJAS09IKD01458

মোঃ নজরুল ইসলাম,  বায়ান্ন টিভি কে বলেন, আমি গত বুধবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ চত্বরে দুপুরের আধা ঘণ্টার জন্য আমার লাল হিরো গ্লামারটি,  উপজেলা পরিষদের বিল্ডিংয়ের  কাছে রেখে যাই ফিরে এসে আর পাইনি, তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন, আমরা জেনেছি যে মোটর বাইকটি চু’রি হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি জড়িতের খোঁজে বের করার।