নতুন বাজার মহাপ্রভুর আখড়ায় রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির বৃক্ষরোপণ ও মাক্স বিতরণ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২১ 509 views
শেয়ার করুন

 

আজ ৯ অগাস্ট ২০২০ ইং রোজ সোমবার সিলেট নগরীর আখালিয়া নতুনবাজার ভিসি ভট্টের বাড়িস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় । বিকেল ৫ টায় রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির বৃক্ষরোপণ ও মাক্স বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর অাওয়ামী লীগের সহ সভাপতি শ্রী জগদীশ চন্দ্র দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি নাজমুল ইসলাম পিএইচএফ, সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ চৌধুরী, রোটারিয়ান শ্রী নিধু ভুষন দাশ, শ্রী অরুপ রায়, শ্রী বাবুল দেব, শ্রী সুরঞ্জিত কুমার দেব।

এসময় আরও উপস্থিত ছিলেন, আখড়া কমিটির সভাপতি রাংকু দাশ, সাধারন সম্পাদক রঞ্জন দাস, সজল পাল, রথীন্দ্র দাস ভক্ত, স্বপন পাল, সুরত দাশ, খোকন পাল, বিশু দাস,যীশু আচার্য্য, পান্না দাস, লিংকন দাশ, রনি দাশ সহ প্রমুখ।