সিলেটের গোলাপগঞ্জে আলোচিত হত্যা মামলার মূল আসামীসহ গ্রেপ্তার দুই
মাহবুব জয়নুল মাহবুব জয়নুল
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে আলোচিত হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন কটালপুর নামক স্থান হতে আসামীদের আত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে মামলার তদন্তকারী অফিসার এসআই সুরঞ্জিত কুমার দাস এবং এএসআই মোঃ মনিরুল ইসলাম ও ফোর্সের সহায়তায় গ্রেপ্তার করেন।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সার্বিক দিক নির্দেশনায় নিয়মিত তদন্তাধীন গোলাপগঞ্জ মডেল থানার মামলা
নং-০৬,তারিখ-০৩-০৭-২০২১খ্রিঃ,ধারা-৩০২/৩৪/১১৪ পেনাল কোড এর এজাহারনামীয় পলাতক আসামী ১। তানিম আহমদ(২০), পিতা-মৃত তোতা মিয়া সাং-পরগনাবাজার (উত্তর কান্দিগাঁও),
২। আলাল আহমদ (৩০), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-দক্ষিণ কান্দিগাঁও, উভয় থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে গ্রেপ্তার করা হয়।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় ব্যবহৃত আলামত ঘটনার পর সুরমা নদীর কিনারায় ফেলে দেয়া দা ও ছুরি আসামীদের দেখানো মতে উদ্ধার করা হয়। আজ (৭জুলাই) উক্ত আসামীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।


