
মহামারী করোনা ভাইরাস এর কারণে যখন সাধারণ মানুষ শঙ্কিত এ সময়ে আমি এবং আমার কাউন্সিলরা নিজের প্রাণ বাজি রেখে পৌরবাসীর সেবা করে যাচ্ছি, যার কারণে বাজেট ঘোষণায কিছু টা দেরী হয়েছে।
রোববার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে এ বাজেট ঘোষণা কালে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া এসব বলেন।
অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে দিরাই পৌরসভার ২০২০-২০২১ ইং অর্থবছরের ১৩ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ২১২ টাকা ৯৯ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৮ শত টাকা। ব্যয় ২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকা । অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি ৮৫ লক্ষ টাকা।
বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মলয় ভট্টাচার্য্য।
পৌরসভার প্রধান সহকারী মহিবুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সুয়েল চৌধুরী, জুয়েল তালুকদার, বিউটি রায়, সবুজ মিয়া, সেতু চৌধুরী মহিলা কাউন্সিলর রেহেনা বেগম, খোশনমা আক্তার, মাধবী দে।
মেয়র মোশাররফ মিয়া বলেন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পৌরসভার অবকাঠামোর উন্নয়নে ব্যাপক কাজ করেছি। বিশেষ করে দিরাই থানা পয়েন্ট থেকে বাস-স্টেশন পর্যন্ত বিশাল রাস্তার কাজ শেষ করেছি যা ছিল পৌরবাসীর প্রাণের দাবি । এ ছাড়া পৌরসভার নান্দনিক নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে, এক মাসের মধ্যেই আমরা নিজ বাড়িতে চলে যাব।
মেয়র আরও বলেন, মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার নেতৃত্ব সরকারের কাছ থেকে আশার চেয়ে বেশি বরাদ্দ পেয়েছি, যার কারণে এতো উন্নয়ন করতে পেরেছি। তিনি বলেন রাজনীতি মানে জনগণের সেবা করা, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
____________
রুম্মান আহমদ
দিরাই প্রতিনিধি