কক্সবাজারে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ 588 views
শেয়ার করুন
কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গিখালী থেকে জসিম উদ্দিন (২৮) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
 
নিহত ব্যক্তি হ্নীলা রঙ্গিখালী এলাকার গুরা মিয়ার ছেলে। দীর্ঘ দিনের বিরোধ আর আধিপত্য বিস্তারের জের ধরে খুনের ঘটনাটি ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
 
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে জসিম উদ্দিন পাহাড়ে নিজ জমিতে কাজ করার জন্য শ্রমিক নিয়ে যাওয়ার পথে স্বশস্ত্র দুর্বৃত্তরা তাকে বেঁধে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়। এরপর দুপুর হতে পুলিশের বিশেষ দল পাহাড়ে তল্লাশী অভিযান চালিয়ে হতাশ হলেও বিকালের দিকে রঙ্গিখালী গভীর পাহাড়ে ধইল্যার ঝিরি এলাকার মৎস্যঘেরের পাদদেশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তা উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে মৃতদেহ এলাকায় আনা হয়। পরে মৃতদেহটি পোস্ট মর্টেমের জন্য থানা পুলিশ নিয়ে যায়।
 
উল্লেখ্য, উপরোক্ত দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পাহাড়ি জমি দখল-জবরদখল এবং আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলে আসছে। এই বিরোধের যাতাকলে পড়ে অনেক নিরীহ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানা গেছে।