সৈয়দপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি জাপা মেয়র প্রার্থীর

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ 524 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলার বিচার না হলে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম।
 
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় ইকু হেরিটেজ হোটেল এন্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
 
তিনি আরো জানান, আওয়ামীলীগ নেতা হিটলার চৌধুরী ভুলু বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও অবমাননা করে তার (সিদ্দিকুল) উপর দোষ চাপানোর চেষ্টা করছে। অথচ পূর্ব পরিকল্পিত ভাবে ওই নেতা তার দলবল নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মী ও লাঙ্গল প্রতিকের সমর্থকদের ওপর হামলা চালায়। তারা প্রায় ২০টি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দিলে দুটি মোটরসাইকেল সম্পুর্নরুপে ভষ্মিভূত হয়। ওই ঘটনায় দুইটি মোটরসাইকেলের হদিশ এখনও মেলেনি।
 
তিনি আরও জানান, আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় জাপার অন্তত ২২ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সৈয়দপুর ১০০ শয্যা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জাতীয় ছাত্র সমাজের নেতা সুরজ আলী’র (৩০) অবস্থা আশংকাজনক।
 
এ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সৈয়দপুর পৌর শাখার আহবায়ক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব খান, সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সুরত আলী বাবু, জাতীয় যুব সংহতি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, যুব সংহতির পৌর কমিটির আজহারুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টিও সাধারন সম্পাদক গোলাম বারী উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য যে, শনিবার রাতে সৈয়দপুরে পৌর নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ ও জাপা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।