লন্ডনে লায়লার গান‘তোমার লাগি কান্দি`প্রিমিয়ার অনুষ্টিত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ 587 views
শেয়ার করুন

চলতি বছরের প্রথমে শুরু হওয়া প্রজেক্ট“শাহ সোহেল গীত“প্রথম প্রকাশনা ক্লোজআপ ওয়ান খ্যাত বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লার কন্ঠে “বাংলা মিউজিক টিভির“ব্যানারে ওয়াল্ডওয়াই আনুষ্টানিক ভাবে প্রিমিয়ার হলো অংখ্য গানের লেখক,লন্ডন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলার কবি ও গীতিকার শাহ সোহেল এর লেখা গান“প্রাণনাথ দিবানিশি তোমার লাগি কান্দি “।গানটি বাংলাভাসী জনমানুষের মনের ভাব বিবেচনা করে লেখা হয়েছে।

গত মঙ্গলবার(৮ডিসেম্বর) ব্রিটেনে লন্ডন শহরের হোয়াইচ্যাপলে ইউকে সময় দুপুর ১টায় এবং বাংলাদেশ সময় বিকাল ৭ টায় “প্রাণনাথ দিবানিশি তোমার লাগি কান্দি “গানের প্রিমিয়ার অনুষ্টিত।প্রিমিয়ার অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ব্যারিষ্টার ও শিল্পী নিজামুল হক,প্রিয় বাজার ক্যাশ এন্ড কারীর সত্ত্বাধিকারী নাহিদ আহমদ মুজিব,লেখক-সাংবাদিক রেডিও প্রেজেন্টার ড.আনিছুর রহমান আনিছ,ব্যারিষ্টার রফিক ইসলাম,কবি ও গীতিকার শাহ সোহেল,৫২ টিভির নিউজ ডিরেক্টর ও কবি এম এ জামান, মানবজমিন পত্রিকার ব্রিটেন প্রতিনিধি খালেদ মাসুদ রনি,গীতিকার মো: কামরুজ্জামান খান,গীতিকার রাসেল আহমদ,লুতফুর রহমান,রায়হান আহমদসহ আরো অনেকে।গানটির মিউজিক এরেঞ্জমেন্ট এবং ভিডিওতে ছিলেন টিটু মল্লিক।

উল্লেখ্য,গত মাসেও এই লেখকের “তুলসী পাতা” শিরোনামে সালমার কন্ঠে আরেকটি সুপার হিট গান রিলিজ হয়ে দর্শকদের মন জয় করে।ইতি মধ্যে লেখকের দেড় হাজার গান সম্বলিত ৩ খন্ডে শাহ সোহেল গীত সমগ্র ১ শাহ সোহেল গীত সমগ্র ২ শাহ সোহেল গীত সমগ্র ৩, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ৩৮/৪ বাংলা বাজার, ঢাকা থেকে বের হয়েছে।এ ছাড়াও ঢাকার সুনাম ধন্য প্রকাশনী থেকে তার নিয়মিত উপন্যাস, নাটক এবং কবিতার বই বের হচ্ছে।