জাবিফ এর ৪র্থ বর্ষ উদযাপন উপলক্ষে শিশুদের মাঝে শীতের পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ 423 views
শেয়ার করুন

রাজধানীর সন্নিকটে সাভারে জাগ্রত বিবেক ফাউন্ডেশন জাবিফ এর ৪র্থ বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও ছিন্নমূল শতাধিক শিশুদের মাঝে শীতের পোষাক, স্কুল ব্যাগ, বই ও খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) দুপুরে সাভারের ব্যাংক টাউনস্থ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অসহায় ও ছিন্নমূল শতাধিক শিশুদের পাঠদান সংগঠন জাবিফ পাঠলাশা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে শীতের পোষাক,স্কুল ব্যাগ, বই ও খাবার সামগ্রী তুলে দেন সাভার সিটি সেন্টার দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওবায়দুর রহমান অভি।

জাগ্রত বিবেক ফাউন্ডেশনের সভাপতি মনিমুক্তা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজ কল্যাণ অফিসার শিবলীজ্জামান।

এসময় অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক শফিক পাটোয়ারী, লায়ন মোঃ হারুন অর রশিদ গাজী, বিশিষ্ট সমাজ সেবক মিরাজ মিয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবিফ এর সাধারণ সম্পাদক দিদারুল দীপু।

প্রধান অতিথির বক্তব্যে সাভার সিটি সেন্টার দোকান-মালিক কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওবায়দুর রহমান অভি জাগ্রত বিবেক ফাউন্ডেশনের কাজের প্রশংসা করে বলেন, অসহায় ও ছিন্নমূল শিশুদের শিক্ষাদানে তারা যেভাবে কাজ করছি সেটি আমাদের সকলের জন্য একটি ভালো কাজের উদাহরণ। আমি ব্যক্তিগতভাবে তাদের স্বাগত জানাই। সংগঠনটির যে কোন ভালো কাজে আগামী দিনে আমি তাদের পাশে থাকবো। এছাড়া উপস্থিত এসব শিশুরা যখন তাদেও নাম, ঠিকানা এবং দেশের নাম লিখতে ও পড়তে পারবে তখন আমি তাদেরকে বিশেষ উপহার দিবো।

বিশেষ অতিথির বক্তব্যে সাভার উপজেলা সমাজ কল্যাণ অফিসার শিবলীজ্জামান বলেন, জাগ্রত বিবেক ফাউন্ডেশনের আজকের আয়োজন এবং অসহায় ও ছিন্নমূল শতাধিক শিশুদের পাঠদান এবং তাদের মাঝে শীতের পোষাক,স্কুল ব্যাগ, বই ও খাবার সামগ্রী বিতরণ খুবই ভালো কাজের একটি। আমি চাইবো আগামী দিনে সংগঠনটি আরো ভালো ভালো কাজের মাধ্যমে তাদের সংগঠনটি এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সরকার অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য কাজ করছেন।আগামী দিনে সংগঠনের যে কোন কাজে সমাজ সেবা অফিসার হিসেবে আমি আপনাদের পাশে থাকবো।

জাগ্রত বিবেক ফাউন্ডেশনের সভাপতি মনিমুক্তা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের কুসংস্কার দূর করবার মূল লক্ষ্যকে সামনে রেখে আজ থেকে ৪ বছর আগে আমাদের সংগঠনের জন্ম। আমরা গুটিগুটি পায়ে আমাদের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। সমাজের অসহায় ও ছিন্নমূল শিশুদের পাঠদানে আমাদের জাবিফ পাঠশালা কেন্দ্র থেকে শিশুদের বিনামূল্যে পাঠদান করা হচ্ছে। আমাদের সংগঠনের ৪ বছর পূর্তি উপলক্ষে আজ কেক কেটে জন্মদিন পালন পূর্ব মূহুর্তে অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে শীতের পোষাক,স্কুল ব্যাগ, বই ও খাবার সামগ্রী তুলে দিতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে যারা আমাদের ক্ষুদ্র আয়োজনে আমাদের সময় দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের জন্য আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠনের যেকোন ভালো কাজে আপনাদের পাশে পাবো বলেই আমার বিশ্বাস।