মাধবপুরে ৪টি প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১ 626 views
শেয়ার করুন

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৪টি মামলায় সর্বমোট ১৯৫০০/- জরিমানা করা হয়।

এ সময় প্রিয় ফুড বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীদ্রব্য প্রস্তুত করায় ১৫০০০/-মেসার্স কাসেম ট্রেডার্সকে অবৈধভাবে দাহ্য পদার্থ রাস্তায় রাখায় ৩০০০/-রশিদ ভ্যারাইটিজ স্টোরকে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৫০০/- এবং সংকর স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০০০/- জরিমানা করা হয়।

এ সময় মোবাইল কোর্টের সংবাদ পেয়ে অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে দেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।