‘সীমিত পরিসর শপিং সেন্টার’ থেকে বলছি

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ৬, ২০২০ 473 views
শেয়ার করুন

১।।
দড়ি সমাচার

দড়িটা ঝুলছিলো।
হাওয়ায় দড়ি সরে।
দড়ির ঝোলাঝুলি
সীমিত পরিসরে।

আমরা বাঙালি
আমরা দড়ি না।
সীমিত পরিসর?
পরোয়া করি না।

বাঙালি থাকে কভু
সীমিত সার্কেলে?
বাঙালি ডাবে খুশি
খুশি সে নারকেলে।

খামোখা ঘরে বসে
থাকে না বন্দী সে।
ঘাতক সনে কভু
করে না সন্ধি সে।

করোনা ভাইরাস
চিনি না জানি না।
সীমিত পরিসর?
মানি না মানি না…

দড়িটা ঝুলে থাকে
বাঙালি ঝোলে না।
বাঙালি খুলে যায়
পৃথিবী খোলে না…

২।।
শুধু তোর জন্যেই মার্কেট খুললো

কেনাকাটা করতেই এসেছিস দুনিয়ায়?
কিছুই লাগে না ভালো? আরো লাশ গুণি আয়–

গায়ে বেশি চর্বি কি?
কেনাকাটা করবি কি?
করোনায় মরবি কি?
—মর মর মর না
করোনা খুঁজছে তোকে সে যে তোর পর না!

শপিং করতি আগে মার্কেট দাপিয়ে।
ঘরে থেকে থেকে বুঝি উঠেছিস হাঁপিয়ে?
কেনাকাটা ছাড়া নেই জীবনের মূল্য?
শুধু তোর জন্যেই মার্কেট খুললো।

কেনাকাটা করবি কি?
গায়ে বেশি চর্বি কি?
করোনায় মরবি কি? মর।
আহারে সীমিত পরিসর…!

অটোয়া ০৫ মে ২০২০

[কার্টুন/ সুজন চৌধুরী]