সাবেক ওসি প্রদীপসহ তিন আসামী রিমান্ড মঞ্জুর

বাকীদের জেলগেটে জিজ্ঞাসাবাদ

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০ 573 views
শেয়ার করুন
মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় জামিন না মঞ্জুর হওয়া টেকনাফ থানার সদ্য প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক আইসি লিয়াকত আলীসহ সাত আসামীর ১০ দিনের রিমান্ড আবেদন চেয়েছিল র‌্যাব।
 
আদালত থেকে তিন আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ পেয়েছে র‌্যাব। রিমান্ডে নেওয়া অন্য দুই আসামি হলেন সিনহা রাশেদকে গুলি করা পুলিশের পরিদর্শক লিয়াকত আলী ও কনস্টেবল সাফানুর করিম।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার আদালতে র‌্যাব ৭ আসামিকে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে। রাতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
 
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় করা হত্যা মামলায় বাকি চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবে র‌্যাব। তাঁরা হলেন উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন এবং সহকারী উপপরিদর্শক লিটন মিয়া। এই মামলায় পলাতক আছেন সহকারী উপপরিদর্শক টুটুল ও কনস্টেবল মো. মোস্তফা।
 
জানা গেছে, মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনায় বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটির শুনানিতে সন্তুষ্ট হয়ে তা ‘ট্রিট ফর এফআইআর’ হিসেবে আমলে নিতে টেকনাফ থানাকে আদেশ দেন আদালতের বিচারক। আদালতের নির্দেশে টেকনাফ থানায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি রুজু হয়। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ইং/টেকনাফ।
 
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় র‌্যাবকে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য র‌্যাবকে নির্দেশ দেন আদালত। তদন্তের অংশ হিসেবে আসামী রিমান্ড আবেদন করা হয়েছে র‌্যাব সূত্র জানিয়েছেন।