বাঙালির সংখ্যা বিচার

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মে ৪, ২০২০ 723 views
শেয়ার করুন

বাঙালি নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলে–আমি কোনো ৭এ ৫এ নাই!
রেগে গিয়ে বলে–তোর ১২টা বাজিয়ে দেবো!
ভণ্ড চেনাতে বলে–সে একটা ২নম্বর!
দুশ্চরিত্র বোঝাতে বলে–শালায় ১নম্বরের লুচ্চা!
ফটকাবাজি বোঝাতে বলে--আমার সঙ্গে ৯-৬ করার চেষ্টা কইরো না!
ক্রোধ বোঝাতে বলে–মেজাজ(ফট্টিনাইন) 49 হইয়া গেছে!
অতিরিক্ত ক্রোধ বোঝাতে বলে–এক থাপ্পড়ে তোর ৩২টা দাঁত ফেলে দেবো!
পার্থক্য নাই বোঝাতে বললে–যাহা ৫২ তাহাই ৫৩!
আউলা-ঝাউলা বোঝাতে বলে–উল্টাপুল্টা 69 !
জেলখানায় পাঠানোর হুমকি দিতে বলে–তোরে ১৪ শিকের ভিত্রে যদি না ঢুকাই!
সহ্যের সীমা বোঝাতে বলে–(জিরো) 0 টলারেন্স!
পরিমাণ বোঝাতে বলে–(হানড্রেড পার্সেন্ট) 100% সত্য!
ক্ষমতা বোঝাতে–তোর ১৪ গোষ্ঠীর খবর যদি না লইছি!
ব্যর্থতা বোঝাতে–তোমার দেখি জীবনখানা ১৬ আনাই মিছে!
বাটপার বোঝাতে বলে–শালা একটা ৪২০!
হাওয়া ভবনের ‘বড় গণতন্ত্র’কে বোঝাতে— মিস্টার (টেন পার্সেন্ট) 10% !
দুর্ভাগা বোঝাতে বলে–(আনলাকি থার্টিন) 13 !
বিরক্তি বোঝাতে বলে–আমার মেজাজ কিন্তু (নাইন্টি নাইন) 99 হইয়া আছে!
ওজন সঠিক বোঝাতে বলে–মাপে কুনু ১৯-২০ হইবো না!
ভাগ্য বোঝাতে বলে–(লাকি সেভেন) 7 !
আকাইমা বোঝাতে বলে–ছাগলের ৩নম্বর বাচ্চা!