হাউজিং এস্টেটে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছাত্রলীগ ক্যাডার ‌র‌্যাবের খাঁচায়

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২১ 585 views
শেয়ার করুন

সিলেট নগরীর হাউজিং এস্টেট থেকে সাইদুল হক সাইদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, শর্টগানে ৫ রাউন্ড কার্তুজ, ২টি রাম দা ও ১টি বড় ছোরা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত সাইদুল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং ছাতক উপজেলার কাশিপুর গ্রামের মো. শফিক উল্লাহর ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর ফাজিল চিশত আবাসিক এলাকার ২৫/৪ নং রফিক চৌধুরীর বাড়িতে ভাড়াটিয়া থাকেন।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে সাইদকে গ্রেফতারের করে র‍্যাবের একটি দল।

 

 

 

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম (পিএসসি, এএসসি), মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদার।