চাঁপাইনবাবগঞ্জের ভোলা হাটের ৫২ জনের মধ্যে ৩৮ জনই অবৈধ মুক্তিযুদ্ধা
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বেসামরিক গেজেট ভূক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে বেসামরিক গেজেটভূক্ত ৫২ জনের ৩৮ জনকেই অবৈধ মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৩০ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী শুনানী শেষে বুধবার (০৩ ফেব্রুয়ারী) এ ঘোষণা দেয়া হয়।স্ব-শরীরে উপস্থিত থেকে যাচাই বাছাই কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুস সামাদ, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান এবং সদস্য বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও নেজামুদ্দিন এ যাচাই বাছাই সম্পন্ন করেন। যাচাই বাছাই শেষে সকল সাক্ষ্য, প্রমাণ দিতে পারায় ১৪ জনকে বৈধ বলে সুপারিশ করা হয়।বাকী ৩৮ জন নিজেদের পক্ষে মুক্তিযোদ্ধা হিসেবে বৈধ প্রমাণ দিতে না পারায় অবৈধ ঘোষণা করে যাচাই-বাছাই কমিটি। বৈধ ১৪ জনের মধ্যে রয়েছেন- কুরবান আলী, তোরাব আলী, সুরাইয়া খাতুন, নাজনীন নাহার, কহিনুর বেগম, সৈয়দ মঞ্জুর হোসেন, নাজমা খাতুন, ইলিয়াস আলী, মেহের নেগার বানু, হেফাজুদ্দিন, শামশুল হক, মমতাজ আলী, আমজাদ আলী ও ফাহিম উদ্দিন। অবৈধ ঘোষিত ৩৮ জন হলেন- কয়েস আলী, মমিন আহমেদ, মুঞ্জুর হোসাইন, সাইফুদ্দিন, মজিবুর রহমান, জয়নাল আবেদিন, ইদ্রিশ আলী, লুৎফর রহমান, এএম সিরাজুল ইসলাম, আব্দুল রফিক, মৃত হাসান আলী, আব্দুল কুদ্দুস, মৃত লাল মোহাম্মদ, মৃত রৌশন আরা বেগম, আঃখালেদ রেজা, মৃত আ. সুলতান, ফরিদ উদ্দিন, হাফিজ উদ্দিন শেখ, মৃত আলাউদ্দিন, সামির উদ্দিন, এসাহাক আলী, রুহুল আমিন, বাসির মাঝি, ওয়ারেশ মাহালত, কয়েশ, মদিন শেখ, ফাইমুদ্দিন মাঝি, মৃত ফজলুর রহমান, মৃত জমসেদ আলী, মৃত পাতানু শেখ, মৃত ফুনা শেখ, আয়েশা খাতুন, জালাল উদ্দিন, তামসুরুদ্দিন, মৃত রুস্তম আলী, মোরতুজ হোসেন, মৃত হাসেন আলী, সাফির উদ্দিন।যাচাই-বাছাই বিষয়ে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ বলেন, মুক্তিযুক্ত মন্ত্রানালয় নীতিমালা অনুয়ায়ি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে ১৪ জনকে বৈধ ও ৩৮ জনের যথাযথ প্রমান না থাকায় অবৈধ ঘোষনার সুপারিশ করা হয়েছে।


