সিলেট ১০-১২ ব্যাচের আয়োজনে আনন্দ ভ্রমন
আয়োজনে এসএসসি ২০১০ ও এইচএসসি ২০১২ প্লাটিনাম ব্যাচ অব সিলেট
“বন্ধুত্ব ভালবাসার এক সীমাহীন বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল সিলেট বিভাগের চারটি জেলার বন্ধুদের নিয়ে নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক গ্রুপ ” এসএসসি ২০১০ ও এইচএসসি ২০১২ প্লাটিনাম ব্যাচ অব সিলেট এর বন্ধুদের আনন্দভ্রমণ। সিলেট বিভাগের ১০-১২ ব্যাচের বন্ধুদের ডাকে সাড়া দিয়ে সিলেট টু শ্রীমঙ্গল আনন্দভ্রমনে সবাই মিলিত হয়েছিল।
১৫ই নভেম্বর সকাল ৯ টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টের সামনে থেকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সবুজে ঘেরা চা-বাগান ও পাহাড়ের সৌন্দর্য্যমন্ডিত জায়গা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আনন্দ যাত্রা শুরু হয়। মিলনমেলা উদযাপনের কমিটির আহবায়ক কমিটির এম এ আহাদ শোয়েব, সুফিয়ান, হাসান চৌধুরী, ইউসুফ আহনাফ, আল আমিন উল্লাহ এর নেতৃত্বে ও উপস্থিত সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত আনন্দভ্রমনে সার্বিক সহযোগিতা করেন ১০-১২ ব্যাচের বন্ধু শামসুল আলম, সাইরুল ইসলাম,অপু আহমেদ, আলীনূর, দেলোয়ার আহমেদীন, ইব্রাহিম মিঞা প্রমুখ।
১০-১২ ব্যাচের উদযাপনের কমিটির আহবায়ক এম এ আহাদ শোয়েব বলেন, “বন্ধুত্ব ভালবাসার এক সীমাহীন বন্ধন” স্লোগান নিয়ে আমরা সিলেট বিভাগের ১০-১২ ব্যাচের বন্ধুদের নিয়ে তৈরি করেছিলাম ফেসবুক ভিক্তিক গ্রুপ। আমরা চাইলেও আমাদের শৈশব কালে ফিরতে পারবো না কিন্তু আমাদের বন্ধুদের সাথে আড্ডা ও ভালবাসা দিয়ে প্রতিটি জীবন আলোকিত করার চেষ্টা করব। আগামীতেও আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক শত ব্যস্ততার ভিড়ে সেটা প্রত্যাশা সকলের কাছে।
উদযাপন সফল করতে পারার জন্য সকল সহযোগিদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরিবর্তীতে আরও বড় পরিসরে আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকবৃন্দ। আনন্দ ভ্রমনে দার্জিলিং টিলা, বধ্যভূমি-৭১, মণিপুরী ললিতকলা একাডেমি, রাবার বাগান, শ্রীমঙ্গল বিজিবি, রাস পূর্ণিমা মেলা মাধবপুর সহ বিভিন্ন উল্লেখ্যযোগ্য জায়গায় ঘুরে দেখা হয়।
সবশেষে সুন্দর ও সুচারুভাবে আনন্দভ্রমনের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে সিলেটের দূরদূরান্ত থেকে আগত ১০-১২ বন্ধুদের আমেরিকা প্রবাসী অপু আহমেদের সৌজন্যে ক্রেষ্ট দেওয়া হয়। এছাড়া সকল বন্ধুরা তাদের মনোভাব ব্যক্ত করেন এবং এমন সুন্দর মনোরম এক পরিবেশে মিলনমেলায় অংশগ্রণ করতে পেরে তাদের ভালোলাগার অনুভূতি প্রকাশ করেন।