সিলেটের বিয়ানীবাজারে গাঁজা সেবন করে মাতলামি, এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ 560 views
শেয়ার করুন
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকা থেকে গাঁজাসহ সুমন আহমদ (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামে মৃত ফারুক উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিয়ানীবাজার পৌরসভার মোল্লাপুর গ্রামে গাঁজা সেবন করে মাতলামি করার কারণে তাকে প্রথমে সন্দেহজনকভাবে গ্রামবাসীএবং  বিয়ানীবাজার পৌরসভার ৯ং ওয়ার্ড এর কাউন্সিলর আব্দুর রহমান আফজাল সহ এলাকার যুব সমাজ তাকে আটক করে। পরে তার সাথে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে বেশ কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেন।
এলাকাবাসীর অভিযোগ, আটককৃত সুমন আহমদ একজন পেশাদার মাদকসেবী। সে দীর্ঘদিন ধরে মোল্লাপুর সহ আশপাশ এলাকায়  বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে ধারণা ।
আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।