জয়পুরহাটে শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আটক ১

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ 674 views
শেয়ার করুন
জয়পুরহাটের কালাই উপজেলার নওপাড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৫০) নামে একজনকে কারাগারে পাঠানো হয়েছে।
 
সোমবার (০৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কালাই থানা পুলিশ কারাগারে পাঠিয়ে দেয়।
 
প্রতিবেশিরা জানায়, রোববার সকালে সকলের অগোচরে জয়পুরহাটের কালাই উপজেলার নওপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেটি এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরে ওই পুকুর পাড় থেকে শিশুটির পড়নের প্যান্ট খোলা অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকেরা।
 
পরে রাতে শিশুটির মা বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামী করে কালাই থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। পরে সোমবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়।
 
এদিকে শিশুটির বাবা এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামের সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন। অন্যদিকে গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করা হবে বলে জানিয়েছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
__________
আল মামুন
জয়পুরহাট