ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ 629 views
শেয়ার করুন
ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশ (ডিবি)অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে।আটক শিপ্রা সাহা (৪০)শহরের কলেজ রোডের তালিকাভুক্ত মাদক বিক্রেতা সুজন দাসের স্ত্রী।
 
ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ইকবাল বাহার জানান, আজ বৃহস্পতিবার বিকেল গোপন সংবাদে শহরের কলেজ রোডের ১৭ নম্বরের ওই বাসায় অভিযান করলে ২৫০ ইয়াবা উদ্ধার হয়।
 
অভিযানে ডিবি পুলিশ পরিদর্শক মো. এনামুল হোসেন, পরিদর্শক মো.মাইনুদ্দিন, এএসআই শিমুল চন্দ্র, রিপন খান, মাসুম বিল্লাহ ও নুসরাতসহ একটি টিম অংশ নেয়।
 
স্বামী-স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলেও জানিয়ে গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।