কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ 619 views
শেয়ার করুন
কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। আটকৃত মাদক কারবারি ভেড়ামারা উপজেলার ইসলামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহেল রানা (২৬)।
 
কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার (সিনিয়র এএসপি) স্বজল কুমার সরকারের নেতৃত্বে র‌্যাব-১২ ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইসলামপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
 
অভিযানে ৫০০ পিচ ইয়াব ট্যাবলেট, মোবাইল ১টি, সীমকার্ড-১টিসহ ইসলামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৬) কে গ্রেপ্তার করেন। পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়।
 
______________
সুজন কুমার কর্মকার
কুষ্টিয়া থেকে