সিলেটের আলমপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
মাহবুব জয়নুল মাহবুব জয়নুল
নিজস্ব প্রতিবেদক
                                       সিলেটে মোগলাবাজার থানা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল ৯ টা ৫০ মিনিটের সময় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাইসাইকেল আরোহীর নাম রুবেল মিয়া (২৯)। তিনি এসএমপি কোতোয়ালি মডেল থানার জেড়িরীপাড়া এলাকার লায়েক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মোগলাবাজার থানাধীন আলমপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় সম্মুখে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাই সাইকেল চালক রুবেল মিয়া (২৯) ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্ল্যা তাহের।
		

