আব্দুন নূর মাস্টারের মৃত্যুতে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির শোক প্রকাশ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ 602 views
শেয়ার করুন

 

কমলগঞ্জের আলোকিত মানুষ আব্দুন নূর মাস্টারের মৃত্যুতে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন- আমার রাজনৈতিক সহকর্মী বন্ধুবর আব্দুন নূর মাস্টারের মৃত্যতে শোক প্রকাশ করছি। মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুন নূর মাস্টার দিনে চাকুরী ও রাতে মুক্তি বাহিনীকে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা জমায়েত ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক মাইন বিস্ফোরনে গুরুতর আহত হন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক আলোকিত ব্যক্তিত্ব আব্দুন নূর মাস্টার। তিনির এই ছোট বর্ণাঢ্য জীবনের ধারাবাহিক সাফল্য প্রশংসনীয়। ব্যক্তি পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনে নূর মাস্টার একজন সফল ব্যক্তিত্ব। তিনির জীবনের সবচেয়ে বড় সাফল্য তিনির ছেলে মেয়েদের সুনাগরিক করতে পেরেছেন। আমার বিশ্বাস তিনির অসমাপ্ত কাজ তিনির যোগ্য উত্তরসূরিরা এগিয়ে নিয়ে যাবেন। তিনির স্ত্রী সহ পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের এই শোক সহিবার তৌফিক দান করেন সেই দোয়ায় করছি।