আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র নির্বাচিত, ঝালকাঠি আইনজীবী সমিতির অভিনন্দন
নজরুল ইসলাম নজরুল ইসলাম
ঝালকাঠি
                                       আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি) কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নতুন মুখপাত্র নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞাতা জানিয়েছেন ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি, জেলা পাবলিক প্রসিকিউটর ও জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. আব্দুর মন্নান রসুল ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান মনু।
এক অভিনন্দন বার্তায় পাবলিক প্রসিকিউটর আব্দুল মন্নান রসুল বলেন, দেশ ও দল পরিচালনায় সবসময়ই যুগোপযোগী সিদ্ধান্ত নিতে ভুল করেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দীর্ঘদিনের পরীক্ষিত প্রবিন নেতা আমির হোসেন আমুকে আওয়ামী লীগের ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব দিয়ে আবারও প্রমান করলেন যোগ্যতার মূল্যায়ন করতে তিনি অতুলনীয়। 
অপরদিকে জননেতা আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র নির্বাচিত হওয়ায় আমির হোসেন আমুকে আরও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ সালেক, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জি.কে মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছিলিম উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামী রীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা রেজাউল করিম জাকির, পৌর কাউন্সিলর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম আল আমিনসহ ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ ঝালকাঠি জেলার বিভিন্ন সামাজিক সংগঠন।

		

