কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা শীর্ষ ডাকাত হাকিমের দুই ভাইসহ ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছেন। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ে পুলিশ অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ডাকাত দলের সদস্যরা হলেন আলোচিত রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই বশির ও হামিদ এবং অপর দুজন হলেন রফিক ও রইঙ্গা। ঘটনাস্থল থেকে হাকিম ডাকাত পালিয়ে যান বলে জানান পুলিশ সুপার।
		

