মোল্লাপুরের প্রবীণ মুরব্বী ও সালীশ ব্যাক্তিত্ব, আলহাজ্ব আব্দুল জব্বার এনু’ (মেম্বার) আর নেই !

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩ 291 views
শেয়ার করুন

মোল্লাপুরের প্রবীণ মুরব্বী ও সালীশ ব্যাক্তিত্ব আলহাজ্ব  আব্দুল জব্বার এনু’ (মেম্বার) আর নেই। 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ০৯ং মোল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ ওয়াদুদ রুকুনের বড় ভাই (মোল্লাপুর) গ্রামের প্রবীণ মুরব্বী সাবেক ইউপি সদস্য ও সালীশ ব্যাক্তিত্ব, আলহাজ্ব  আব্দুল জব্বার এনু (মেম্বার) সাহেবের’র ইন্তেকাল হয়েছে (ইন্না লিল্লাহি….. রাজিউন)।

 

 

আজ বৃস্পতিবার (১২ই জানুয়ারী ২০২৩ ইং ) দুপুর দেড়টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। 

 

মরহুমের জানাযার নামাজ আগামীকাল (১৩ই জানুয়ারী) রোজ শুক্রবার বাদ জুম্মা ২টায়, মোল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্হিতি ও দোয়া কামনা করা হয়েছে।

 

ব্যাক্তি জীবনে লেখাপড়া শেষে পুলিশের চাকরি শুরু করেন, পরবর্তীতে নিজ এলাকায় সাধারণ মানুষের ভালোবাসার টানে ইউপি সদস্য নির্বাচিত হোন, এভাবে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেকে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।  সকলের প্রিয় এবং পরোপকারী এই সরল মনের মানুষ  সব সময় এলাকার মানুষের বিপদে আপদে পাশে দাড়াঁতেন নিস্বার্থ ভাবে। 

 

তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন, বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলে ১ মেয়ে সহ  নাতি-নাতনি সহ অসংখ্য  আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।