আজ প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের জন্মশতবর্ষে নিজ গ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত
মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল) মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল)
ভ্রাম্যমান প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এঁর জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জন ও স্বাধীন দেশ পুনর্গঠনে নিরলস কাজ করছেন ভাটির এই সিংহ পুরুষ। পর্যায়ক্রমে সুনামগঞ্জের ৫টি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন । বৃহত্তর সিলেটের রাজনীতিতে সামাদ আজাদ ছিলেন বটবৃক্ষ। তিনি ছিলেন পুরো সিলেটবাসীর অভিভাবক। দলমত নির্বিশেষে সকলেই তাঁর ছায়াতলে আশ্রয় পেয়েছেন।
আবদুস সামাদ আজাদের জন্ম ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৪০ সালে মুসলিম ছাত্র ফেডারেশনের আঞ্চলিক শাখার সভাপতি হিসেবে সক্রিয় রাজনীতিতে জড়ান। ১৯৫৪ সালে আওয়ামী লীগে শ্রম সম্পাদক হিসেবে যোগ দেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ জাতির গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আবদুস সামাদ আজাদ বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্র ও কৃষিমন্ত্রী ছাড়াও ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন ।
তিনি ২০০৫ সালের ২৭ এপ্রিল ইন্তেকাল করেন ।
আজ জন্মশতবর্ষ উপলক্ষে নিজ গ্রাম ভুরাখালিতে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।