টাঙ্গাইলের সখীপুরে চার্জশিট মামলায় দ্রুত আসামীকে কারাগারে প্রেরণ

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ 1,293 views
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরে মামলা নেয়ার ৬০ ঘন্টার মধ্যে আসামীদের আদালতে প্রেরণ ও তদন্ত করে মামলার চার্জশিট দিয়েছে পুলিশ।  বৃহস্পতিবার বিকেলে সখীপুর থানার উপপরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ এর ১৬ ধারায় এ মামলার তদন্ত কাজ নিষ্পত্তি করেন।

সখীপুরে এই প্রথম এতো অল্প সময়ের মধ্যেই একটি মাদক মামলার চার্জশিট দিয়ে নজীর স্থাপন করলেন বলে জানায় সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ আগষ্ট ) রাত ৯ টার দিকে হিরোইন সেবনের সময় উপজেলার প্রতিমা বংকী এলাকা থেকে ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে দেলোয়ার (৪৭), শোলাপ্রতিমা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মনজু (৩২) ও লাঙ্গুলিয়া গ্রামের আ. জলিলের ছেলে মোজাম্মেল (২৮)কে আটক করে পুলিশ। ওই রাতেই ১২ টার সময় মামলা রেকর্ড করা হয়।

পরের দিন গত বুধবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়। ১২ তারিখ বিকলে এ মামলার তদন্ত প্রতিবেদন প্রেস করা হয়।

এঘটনার আড়াই দিন অর্থাৎ ৬০ ঘন্টার মধ্যে মামলার চার্জশিট আদালতে পাঠিয়েছেন পুলিশ।

সখীপুর থানার উপপরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান বলেন, ওসি স্যারের নির্দেশনায় আমি আমার দায়িত্ব পালন করেছি। এতো অল্প সময়ের মধ্যে একটা মামলার চার্জশিট দেয়া অনেক কষ্টকর। তা আমি করতে পেরেছি বলে আমি অনেক আনন্দিত।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, সখীপুর থেকে মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। এস.আই মনিরুজ্জামান অল্প সময়ের মধ্যেই যে কাজটি করেছে তাতে পুলিশের সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে।