সাংবাদিক তুরাবের মাগফেরাত কামনা করে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মিলাদ ও দোয়া

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪ 196 views
শেয়ার করুন

কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহকালে গুলিতে নিহত হওয়া সিলেটের আঞ্চলিক দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এটিএম তুরাবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব। বুধবার বিকালে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সদস্য আলাল হোসেন, নাহিদ আহমেদ, নোহান আরেফিন নেওয়াজ ও সমাজকর্মী ফখরুল ইসলাম ফাহিম।

এর আগে নিহত সাংবাদিক এটিএম তুরাবের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।