মেডিকেল কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব, আবেদ ভুঁইয়া, আবু সায়েম, আজহারুল ইসলাম ও তারেক বিন আশরাফের সমন্বয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় কোটার যৌক্তিক সংস্কার দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা। এসময় আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার বলেও শ্লোগান দেন শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মনোজিত মজুমদার বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হঠাৎ করেই আন্দোলনে নেমে যায়। শিক্ষকরা ছাত্রছাত্রীদের আটকে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু তারা সে বাঁধা মানেনি।