নি*খোঁজ ছাব্বির আহমদের সন্ধান চান পরিবার

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪ 388 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন থেকে ছাব্বির আহমদ (১৫) নামের একজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাব্বির উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন (সাতগাঁওবাড়ি) গ্রামের বাসিন্দা মো. ইকবাল হোসেন বাবুলের ছেলে ও জামি’আ ইসলামীয়া পাগলা মাদ্রাসার শিক্ষার্থী। তিনি ২৪ জুন সোমবার বিকাল থেকে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজের পর চাচা মেহেদী হাসান জাকির চলতি মাসের ১ তারিখ শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জিডি নং ৬৬। 
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, নিখোঁজের দিন দুপুরে পাগলা এলাকার কান্দিগাঁও গ্রামে অবস্থিত ব্র্যাক ব্যাংকে একটি কিস্তি পরিশোধ করার জন্য নির্ধারিত টাকা দিয়ে ছাব্বিরকে ব্যাংকে পাঠান তার পরিবারের লোকজন। ব্যাংকে এসে টাকাও পরিশোধ করেন ছাব্বির। ব্যাংকের কিস্তি পরিশোধের পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পড়নে ছিলো কালো রঙের টি-শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট। ছাব্বিরের উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যামলা এবং তিনি সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
ছেলে নিখোঁজ হওয়া শোকে কাতর ছাব্বিরের পুরো পরিবার। ছাব্বিরের চাচা মেহেদী হাসান জাকির বলেন, বাড়িতে তার সাথে কেউ কোনো খারাপ আচরণ করে নি। কখনো করেও না। বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও কোনো কারণ দেখছি না। সে খুবই ভদ্র ছেলে। কেনো, কীভাবে সে নিখোঁজ হয়েছে কিছুই বলতে পারছি না। এতোদিন আমরা আমাদের পরিচিত সব জায়গায় খুব খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোনো খোঁজ না পেয়ে থানায় একটি ডায়রি করেছি। কেউ যদি আমার ভাতিজার সন্ধান পান দয়াকরে ০১৭৪২ ০৩০০৮৭ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।