শান্তিগঞ্জে বন্যার্তদের শুকনো খাবার দিলেন ফরিদ

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪ 390 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও অসুস্থ আশ্রিতদের মাঝে নদগ অর্থ বিতরণ করেছেন সমাজকর্মী ও শালিস ব্যক্তি ফরিদ আহমদ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে নিজ উদ্যোগে শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি। শুকনো খাবারের মধ্যে ছিলো চিড়া, মুড়ি ও চিনি
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, সহকারি শিক্ষক মাও. আবদুল গফফার নোমান, জয়কলস  ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্যা  আমেনা বেগম, সমাজকর্মী নূর আলী, সিরাজুল আলম ও শিব্বির আহমদ প্রমূখ।
এ সময় বন্যার্তদের উদ্দেশ্য করে ফরিদ আহমদ বলেন, ‘কোভিড-১৯, ২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যাসহ অন্যান্য দুর্যোগ দুর্বিপাকে আগেও আপনাদের সাথে ছিলাম, এখনো আছি। ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো বর্তমানের মত ভবিষ্যতেও আপনাদের সাথে থাকবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’