মানবাধিকার ঐক্য পরিষদ সিলেট বিভাগের আহবায়ক কমিটি গঠিত

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ 494 views
শেয়ার করুন

 

সিলেটে মানবাধিকার সংগঠন সমূহের সমন্বিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের উদ্যোগে গত ৫ জুন শনিবার বিকাল ৪টায় শহরের এক অভিজাত হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে ও সংস্থার জেলা সদস্য অধ্যাপক কবি নাজমুল আনসারীর সঞ্চালনায় সমন্বিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ও উদ্দেশ্যে তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার লিগ্যাল এইড সেল সিলেটের সমন্বয়কারী এডভোকেট সিরাজুল ইসলাম ও হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় সভাপতি আরিফুর রহমান।

মতবিনিময় সভায় সিলেট বিভাগের প্রায় ১৫টি মানবাধিকার সংগঠনের সভাপতি/ সেক্রেটারী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং অত্র সংগঠনের প্রতিনিধিগণের মতামত, পরামর্শ ও সিদ্ধান্তক্রমে ঐক্যবদ্ধভাবে মানবাধিকারের কাজ করার লক্ষ্যে মানবাধিকার ঐক্য পরিষদ সিলেট বিভাগ নামে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

এই কমিটির আহবায়ক হিসেবে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন আহবায়ক- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ও সদস্য সচিব বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান,

যুগ্ম আহবায়ক- আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) সিলেট বিভাগীয় সভাপতি রকিব আল মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার লিগ্যাল এইড সেল সিলেট বিভাগের সমন্বয়কারী এডভোকেট সিরাজুল ইসলাম, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, হিউম্যান রাইটস মনিটরিং অর্গনাইজেশন সিলেট বিভাগীয় সভাপতি মোঃ আরিফুর রহমান, মানবাধিকার সংগঠন অধিকার সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোঃ মুহিবুর রহমান।

অন্যান্য মানবাধিকার সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিবেশ-সামাজিক ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় সভাপতি ব্যাংকার নাজিম উদ্দিন শাহান, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগীয় সমন্বয়কারী এনামুল ইসলাম, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন মানবাধিকার সংস্থা (বাসক) সিলেট বিভাগীয় সভাপতি সোহেল আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সহ সভাপতি আলী আহসান হাবীব, বাংলাদেশ মেনস রাইট ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট সলমান উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল, লিগ্যাল রাইটস ফাইটিং অর্গানাইজেশনের চেয়ারম্যান সৈয়দ সাইদুল ইসলাম দুলাল।

আরো উপস্থিত ছিলেন, সার্ক কলেজের প্রিন্সিপাল মানবাধিকার কর্মী মহিউদ্দিন ফারুক, ইকবাল হোসেন চৌধুরী, এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার,

 এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা (আসক), আবু হুরায়রা জাবের চৌধুরী (আসক) মকতুন খান অনি (আসক)

সাংবাদিক এনাম রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, আলহাজ্ব সৈয়দ নুরুজ্জামান, আশরাফ গাজী, মোঃ মেরাজ হোসেন চৌধুরী, হাসান আহমদ, মোঃ আশরাফ বখত, গোলাম কিবরিয়া, সাংবাদিক  মাহবুবুল আলম চৌঃ জয়নুল (আসক) , এডভোকেট আনিসুল হক প্রমুখ।

বক্তারা, সকল মানবাধিকার সংগঠনগুলোকে নিয়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করার জন্য মানবাধিকার ঐক্য পরিষদ গঠন করার ক্ষেত্রে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহানের ভূয়সী প্রশংসা ও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবু হুরায়রা জাবের চৌধুরী।