এবারের মার্চ স্মৃতি জাগানিয়া-মুক্তির মন্দির সােপানতলে কত প্রাণ হলাে বলিদান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১ 625 views
শেয়ার করুন

এবারের মার্চ স্মৃতি জাগানিয়া- মুক্তির মন্দির সােপানতলে কত প্রাণ হলাে বলিদান, লেখা আছে অশ্রুজলে…।’ রক্তক্ষরা- অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ উনিশ শ’একাত্তর সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতাযুদ্ধ। দীর্ঘ নয় মাস।

 

রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। বাঙালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনি্হিতি শক্তির উৎস। তবে এবারের মার্চ অনন্য।

 

এবারের মার্চে পূর্ণ হবে মহান স্বাধীনতার ৪৯ বছর । একাত্তরের মতাে নব উদ্দীপনায় পুরাে দেশ উদযাপন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই শুরু হবে সভা সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়ােজনে মুখরিত থাকবে গােটা দেশ।

 

 

একাত্তরের মার্চেই বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে তিনি পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরাে দেবাে। এ দেশের মানুষকে