ক্রমান্বয়ে লক ডাউন তুলে নিতে ব্রিটিশ সরকারের রোড ম্যাপ ঘোষণা

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ 475 views
শেয়ার করুন

লক ডাউনে স্থবির হয়ে পড়া জীবন যাত্রা ও অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে ব্রিটিশ প্রধান মন্ত্রী বরিস জনসন ২২ ডিসেম্বর এক রোড ম্যাপ ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী ৮ই মার্চ স্কুল সহ শিক্ষা প্রতিস্ঠান খুলবে। সেই সাথে আফটার স্কুল স্পোর্টস এবং রিক্রেশনের ব্যাবস্থা ও খোলা থাকবে। পার্কে , কফি শপ বা বারে দুইজন এক সাথে মিলিত হতে পারবেন। গল্প করতে পারবেন। সময় কাটাতে বা মিটিং করতে পারবেন।

২৯শে মার্চ দুই পরিবার দেখা করতে পারবেন। একে অন্য বাসায় যেতে পারবেন। ৬ জন এক সাথে মিলিত হতে পারবেন, গ্রুপ মিটিং করতে পারবেন। ৬ জনের দল পিকনিক করতে পারবেন। এক শহরের লোক অন্য শহরে যেতে পারবেন বা অন্য অন্চলে যাতায়াত করতে পারবেন।

ধাপে ধাপে লক ডাউনের আরো শিথিল হবে। এপ্রিল থেকে আউটডোর সার্ভিস, মে মাসে পাব রেস্টুরেন্ট খোলা হতে পারে এবং জুলাই মাসের মধ্যে সবার জন্য ভ্যাকসিন প্রকল্প বাস্তবায়িত হবে।