আরব বিশ্ব আগর আতরের জন্য বাংলাদেশকে চিনে

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ 622 views
শেয়ার করুন

 

আগর আতর শিল্পের ব্যবসার সাথে জড়িত থাকায় মধ্যপ্রাচ্যের আরবীরা বাংলাদেশকে সুগন্ধি শিল্পের দেশে হিসেবে চিনে। বাংলাদেশের আগর আতর বিশ্বের সুগন্ধিপ্রিয় মানুষের পছন্দের প্রথম তালিকায় রয়েছে। এ শিল্পের উন্নয়নে দেশে এর পরিচর্চা আরো করা দরকার। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের দেরা নাইফ রোডে সিআইপি হাজী আব্দুল করিম মালিকানাধীন হাসান শাহিন আহমদ পারফিউম এলএলসির শাখা উদ্বোধনকালে এ কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিআইপি আলহাজ্ব আব্দুল করিম। আইয়ূব আলী বাবুল ও দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, কনসুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেজা মল্লিক, সাইফুদ্দিন আহমদ, কাজী মোহাম্মদ আলী, বদরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শাহেদ আহমদ, আবুল কালাম আজাদ, এনাম আহমদ চৌধুরী, খলিলুর রহমান খলু, কামরান আনোয়ার, আজিম মাস্টার, আব্দুল মান্নান, আব্দুর রুফ সোহেল, জুবের আহমদ, নিজাম উদ্দিন, চুনু মিয়া, সুলতান আহমদ সহ কমিউনিটির গন্যমান্য অনেকে।

এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিআইপি আব্দুল করিম ও তার ছেলে ডাক্তার রেজাউল করিম আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে দেশ জাতি ও ব্যবসার উন্নতি কল্পে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।