
দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সর্বোচ্চ কমিটি দ্বারা ঘোষণা করা হয়েছে যে ২০২০ সালের ২২ অক্টোবর থেকে কার্যকরভাবে হোটেল, হল বা আবাসিক এলাকার বাড়ি এবং তাঁবুতে পুনরায় বিবাহ, অভ্যর্থনা এবং সামাজিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে।
কয়েকটি নির্দেশিকাও জারি করা হয়েছে:
1) প্রতিটি হলে সর্বোচ্চ ২০০ জনের উপস্থিতির অনুমতি দেয়া হবে; ঘর এবং তাঁবুগুলিতে সর্বাধিক ৩০ জনের অনুমতি দেয়া হবে কিন্তু প্রতি ভেন্যুর জায়গা অনুযায়ী প্রতি ৪ স্কোয়ার মিটারের জায়গায় একজন ব্যক্তির নিয়ম করা হয়েছে।
২) অংশগ্রহণকারীরা ইভেন্টের সময় কেবল অ-শারীরিক শুভেচ্ছা জানাতে পারবেন।
৩) অংশগ্রহণকারীদের টেবিলে বসে থাকা বাদে, ইভেন্টে সর্বদা ফেস মাস্ক পরতে হবে।
৪) উপস্থিত লোকেরা সামনা-সামনি বসে থাকা এড়াতে হবে এবং একে অপরের মধ্যে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে বলেও জানানো হয়েছে।
দুবাইয়ে ২২ অক্টোবর থেকে সামাজিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে
দুবাইয়ে ২২ অক্টোবর থেকে সামাজিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে#BayannoTV 🔴 বিশ্বায়নে বাংলা www.bayannotv.com http://bayannotv.com/?p=7196
Posted by Bayanno TV on Sunday, 18 October 2020