ছুটিতে থাকা প্রবাসিদের ডাটা সংগ্রহ করেছে কুয়েত দূতাবাস

সাদেক রিপন সাদেক রিপন

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০ 9,484 views
শেয়ার করুন

 

করোনা মহামারীর কারণে কুয়েতে বিভিন্ন পেশায় কর্মরত অনেক প্রবাসী দেশে ছুটিতে গিয়ে ফিরতি ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার ফলে আটকে পড়েছেন।কোম্পানি বা মালিকের চাহিদা থাকলেও ফিরতে পারছেন না নিজ কর্মস্থলে। বাংলাদেশ দূতাবাস,কুয়েত একটি ওয়েবসাইট চালু করেছে সেখানে দেশে ছুটিতে থাকা প্রবাসীরা বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইম ও আল কাবাস প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় কুয়েতে কর্মরত বিভিন্ন দেশের প্রায় সাড়ে চার লাখ বৈধ প্রবাসী ছুটিতে গিয়ে আটকা পড়েছে।করোনার কারনে গত ১৩ মার্চ হতে সব ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষনা করে। ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার অংশ হিসেবে ১ আগস্ট হতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর করা থাকলেও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যারোচনা করে বর্তমানে বাংলাদেশ,ভারত,পাকিস্তান,মিশর সহ ৩৪ দেশে প্রবাসীর দেশেটিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে।সিঙ্গাপুর উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।ফ্লাইট পরিচালনার অনুমোতি দেওয়া হয়েছে সিঙ্গাপুরকে।নিষিদ্ধ ৩৪ দেশের বাহিরে অন্য দেশের ভিজিট ভিসা নিয়ে ১৪ দিন কোয়ারেন্টান শেষে সেই দেশ হতে পিসিআর সনদ নিয়ে কুয়েতে প্রবেশ করছেন।এসুযোগে অনেক অসাধু ট্রাভেল এজেন্সি প্যাকেজের কথা বলে কুয়েতে আসতে আগ্রহী অনেক প্রবাসী থেকে হাতিয়ে নিচ্ছে অতিরক্তি টাকা। কুয়েত সরকার করোনা পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে অনলাইনে আকামা নবায়ন করার সুযোগ দিলেও অনেক কোম্পানি ও মালিক পক্ষ সময় মতো নবায়ন না করার ফলে প্রায় এক লাখ ২৭ হাজার প্রবাসীর আকামা বাতিল হয়ে গিয়েছে জানা যায় স্থানীয় গণমাধ্যম সূত্রে। কুয়েতে প্রবেশের বৈধতা হারানোর ফলে ফিরতে পারবে না তারা।পরবর্তীতে কুয়েতে আসতে হলে নতুন ভিসা নিয়ে আসতে হবে।
এই লিংকে http://bdembassykuwait.org/database অথবা বাংলাদেশ দূতাবাস কুয়েতের ফেসবুক পেইজে দেওয়া হয়েছে একই লিংকে বিস্তারিত তথ্য দিয়ে কুয়েতের বাহিরে ছুটিতে থাকা প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়েছে।কতজন প্রবাসী দেশে আটকা পড়েছে তাদের ডাটা সংগ্রহের পর দূতাবাসের কর্মকর্তা গণ বিভিন্ন কোম্পানি ও সংশ্লিষ্ট মালিক পক্ষের সাথে যোগাযোগ করে প্রবাসীদের ফেরা ব্যাপারে কার্যক্রম প্রক্রিয়া শুরু করবে।

# সাদেক রিপন,কুয়েত +৯৬৫৬৫১৭১২০৬, ১৮ সেপ্টম্বর ২০২০ ইং