দুবাইয়ে সোনার বাংলা ট্রাভেলসের যাত্রা শুরু

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ 615 views
শেয়ার করুন

দুবাইয়ের দেরা নাইফ এলাকায় মিসির আলী নামক বাংলাদেশি মালিকানাধিন সোনার বাংলা ট্রাভেলস এন্ড ট্রুরিজমের যাত্রা শুরু হয়েছে।

শুধু নদী, আবহাওয়া, উর্বর মাটি, ইত্যাদি নয়, দর্শনীয় পর্যটনস্থলের দিক দিয়েও খুব ধনী বাংলাদেশ। বিদেশিদের কাছে বাংলাদেশের এই পর্যটন শিল্প তুলে ধরে দেশে বিনিয়োগ বাড়াতে হবে। আর এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে দেশে ও বিদেশে থাকা সকল বাংলাদেশি মালিকানাধিন ট্যুরিজম কোম্পানিগুলোকে। দুবাইয়ে বাংলাদেশি মিছির আলী মালিকানাধিন সোনার বাংলা ট্রাভেলস এন্ড ট্যুরিজম এল‌এলসি এর উদ্বোধনকালে এসব বলেছেন বক্তারা।

রবিবার দেরা দুবাইয়ের নাখিল এলাকায় ফিতা কেটে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারাং।

এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, কমিউনিটি নেতা মাজহার উল্লাহ মিয়া, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক ও পারফিউম ব্যবসায়ি হাবিবুর রহমান, স্প্রিংফিল্ড ট্রুরিজমের স্বত্বাধিকারী জসিম উদ্দিন, এস এ মনির, সালাউদ্দিন মধু সহ আরো অনেকে।

মৌলভীবাজারের কোর্ট পয়েন্টের শাখার মতো এ প্রতিষ্ঠানটির বিদেশেও দেশের পর্যটন শিল্পকে গতিশীল করতে আন্তরিক ভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক মিছির আলী।