শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১,৮০০ রিয়াল নির্ধারণ, কোম্পানি পরিবর্তন আরো সহজ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ 8,610 views
শেয়ার করুন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ ৩০ আগস্ট রোববার নতুন এক আইনের অনুমোদন দিয়েছেন। নতুন এ আইনে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে।

 

২০২০ এর ১৭ নং আইনে বলা হয়েছে শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১০০০ (এক হাজার) রিয়াল সাথে ৫০০ (পাঁচ শত) রিয়াল রুমের জন্য এবং খাবার বাবদ ৩০০ (তিন শত) রিয়াল, মাসিক বেতন সর্বনিম্ন মোট ১,৮০০ (এক হাজার আট শত) রিয়াল নিয়োগকর্তা বা কোম্পানিকে দিতে হবে। তবে কোম্পানি বা নিয়োগকর্তা যদি থাকা খাওয়া দেয়, সেক্ষেত্রে সর্বনিম্ন ১০০০ রিয়াল দিতে হবে। নতুন এ মজুরি নির্ধারণ কাতারে গৃহকর্মীদের জন্যও সমানভাবে প্রযোজ্য হবে। কোনো নিয়োগকর্তা বা কোম্পানি এ আইন অমান্য করলে জেল জরিমানার করা হবে বলে আইনে বলা হয়েছে।
অন্যদিকে, কাতারের ভিশন ২০৩০ সামনে রেখে কাতারে শ্রমবাজার আরো উন্নত করার লক্ষে কোম্পানি পরিবর্তন আরো সহজ করা হয়েছে, নতুন আইনে বলে হয়েছে কোম্পানি পরিবর্তন করতে এখন থেকে নো অবজেকশন লেটার প্রয়োজন হবে না। অর্থাৎ নতুন কোম্পানিতে যাওয়ার জন্য বর্তমান কোম্পানির অনুমতি পত্র লাগবে না।
নতুন এ আইন গেজেটের ৬ মাস পর কার্যকর হবে।