কাতারেও ঈদে ঘুরেছেন মানুষ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ 633 views
শেয়ার করুন

 

কাতারে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এতে দেশটিতে তৃতীয় ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। খুলে দেয়া হয়েছে রাজধানী দোহার অন্যতম পর্যটন এলাকা আল কার্নিশ সাগর পাড়।

তবে দীর্ঘদিন পর খুলে দেয়ায় সাগর পাড়ে ঈদের ছুটিতে হাজারও অভিবাসী, প্রবাসী ও বাংলাদেশিদের আড্ডায় মুখরিত হয় এ এলাকা। দীর্ঘ পাঁচ মাস পর কার্নিশ পাড়ে ঘুরতে পেরে খুশি প্রবাসীরা। তবে দেখা যায়নি সামাজিক দূরত্ব।

সচেতনতা উপেক্ষা করে ঈদের ছুটিতে এখানে হাজারও মানুষের ঢল নামে। উপস্থিতি ও চলাফেরা দেখে বোঝার উপায় নেই, দেশটিতে করোনার থাবায় ১৭৭ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ১১ হাজারের বেশি মানুষ।

যদিও এক লাখ ৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন কাতারে, করোনার ঝুঁকি থাকলেও দীর্ঘদিন পরে ঘুরতে পারায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসীরা বলছেন, দীর্ঘ পাঁচ মাস আমরা ঘরে বন্দি ছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ জন্য ভালো লাগছে।

প্রায় ২৮ লাখ জনসংখ্যার ছোট দেশটিতে গড় অনুপাতে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার কারণে মৃত্যুর হার অনেকটাই কম।