দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০ 564 views
শেয়ার করুন

প্রবাসে বেশি বেশি করে বাংলাদেশি পণ্য কিনতে হবে। সেই সাথে বাংলাদেশি প্রতিষ্ঠানে কেনাকাটা করে দেশেকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান। তিনি গতকাল দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে বাংলাদেশি মালিকানাধিকান মোহাম্মদ জাহেদ ফুডস্টাফ সাপ্লাইয়িং ট্রেডিং এলএলসির উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন বলেন পার্টনারশীপে ব্যবসা ভাল উদ্যোগ তবে বাংলাদেশিরা পরে এসব পার্টনারশীপ নিয়ে দেন দরবারে জড়ান তাই ব্যবসা করার আগে নিজেদের মধ্যে যেন চুক্তিপত্র সম্পাদন করা হয়।

আক্তারুজ্জামান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, আনোয়ারা জাতীয়তাবাদী পরিষদের সিনিয়র সহ সভাপতি বাবুল উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হান্নান, নুরুন নবী, মোহাম্মদ টিপু, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফারুক, নুরুল আনোয়ার, মোহাম্মদ দিদার এবং দিদারুল আলম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধনকালে স্থানীয় স্পনসর সহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আজম, জাহেদুল করিম তারেক, রেজাউল করিম সোহেল উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় বাংলাদেশিদের বিশেষ ছাড়ে সকল পণ্য দেয়ার কথা জানান প্রতিষ্ঠানের পরিচালকেরা।