ফাহিমের হয়ে দাঁড়ালেন রুবেল

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ 520 views
শেয়ার করুন

গত ১৩ জুলাই হত্যা করা হয় রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’-এর সহ-প্রতিষ্ঠাতা আমেরিকান-বাংলাদেশি সফল উদ্যোক্তা ৩৩ বছর বয়সী ফাহিম সালেহকে। ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে ক্ষত-বিক্ষত অবস্থায় ফাহিমের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে গেছে বাংলাদেশ।

সিসিটিভি ফুটেজের সহায়তায় ১৭ জুলাই হত্যাকাণ্ড ঘটানো ডেভোঁ হ্যাসপিলকে গ্রেপ্তার করা হয়। হ্যাসপিল ছিলেন ফাহিমের ব্যক্তিগত সহকারী। ব্যবসায়িক লেনদেনের জের ধরে ফাহিমকে হত্যা করেন হ্যাসপিল। তিনি ফাহিমের এক লাখ টাকা ডলার চুরি করে ধরা পড়েছিলেন। ফাহিম তাকে পুলিশে সোপর্দ না করে কিস্তিতে টাকা পরিশোধ করার পরামর্শ দেন। কিন্তু লোভী হ্যাসপিল সুযোগটি গ্রহণ না করে তাকে খুন করেন।

আরও অসংখ্য মানুষের মতো ফাহিমের হত্যাকারী হ্যাসপিলের বিচার চান বাংলাদেশের পেসার রুবেল হোসেন। গত কয়েকমাস ধরেই অনেক সমকালীন ইস্যুতে ফেসবুকে সক্রিয় দেখা যায় রুবেলকে। আজ সকালে সাামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ফাহিমের ছবি দিয়ে রুবেল লিখেছেন, ‘ফাহিম সালেহ হত্যার সুবিচার চাই।’