মালেশিয়ায় সন্ত্রাসীর আঘাতে দুই প্রবাসী আহত

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ 840 views
শেয়ার করুন
মালেশিয়ায় বেতনের টাকা উক্তোলন করে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়ে বাসায় ফেরার সময় সন্ত্রাসীর আঘাতে দুই প্রবাসী বাংলাদেশী আহত হয়েছেন।
 
সোমবার (৬ই জুলাই) রাত নয়টায় মালেশিয়ার খিদাহ সিটির প্যাদাংলেম্বু এড়িয়াতে সন্ত্রাসীরা টার্গেট করে তাদের উপর হামলা চালায়। পরে আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
 
আহত জমশেদ আলী বলেন, আমি ও আমার এক বন্ধু মিলে বেতনের টাকা তুলে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়ে বাইকে করে বাসায় ফিরছিলাম। রাস্তায় একটা গাড়ি আমাদের পিছু নেয় এবং আমার বন্ধুর ফোন ছিনিয়ে নেয়। এছাড়া চলন্ত অবস্থায় গাড়িটি পিছন দিক দিয়ে আমার বাইকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যাই। এতে আমার হাত, হাটু ও শরীরের বিভিন্ন স্থানে চামড়া চিলে গেছে। সন্ত্রাসীরা আমাদের টাকা নেওয়ার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। হামলাকারীরা ছিল ইন্ডিয়ার কেরেলার নাগরিক।
 
এদিকে মালেশিয়া পুলিশ হামলা কারীদের চিহ্নিত ও আটক করতে কাজ করছে।
 
উল্লেখ্য দীর্ঘদিন ধরে মালেশিয়ার খিদাহ সিটির প্যাদাংলেম্বু এড়িয়াতে কাজ করেন প্রবাসী জমশেদ আলী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেরহাল গ্রামে।