লুৎফর রহমান রিটনের ছড়া

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০২০ 598 views
শেয়ার করুন

দেখে যেনো মনে হয় চিনি উহারে…

হালাল ছাড়া খায় না
যদিও হালাল আয় না।
আয় রোজগার হারাম হলেও
আরামটা কম পায় না।

নীতিকথা যতোই শোনাও শুদ্ধ হতে চায় না,
বিফ ও চিকেন কেনার সময় সব দোকানে যায় না।
তার রয়েছে হালাল মিটের দোকান খোঁজার বায়না
হোক না সেটা কানাডা বা আম্রিকা বা চায়না।
(হুইস্কি-বিয়ার সবই চলে, মুরগি-গরু খায় না।)

(বকধার্মিক মানুষগুলো সত্যি মানুষ,(Toy)টয় না।)
মাংস ছাড়া আর কিছুতে পায় কখনো ভয়? না।

লোক দেখানো লোকগুলোকে এই কথা কেউ কয় না–
বিফ ও চিকেন হালাল খেলেই সহি মুসলিম হয় না…

রচনাকাল/ অটোয়া ০১ জানুয়ারি ২০২০