শমসেরনগর হাসপাতাল তৈরীতে প্রবাসিরা কাজ করছেন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ 446 views
শেয়ার করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকা মফস্বল হলেও শিক্ষা দীক্ষা ঐতিহ্যে এগিয়ে আছে। যোগাযোগ ব্যবস্তার কারণে দূরপাল্লায় রোগি নিয়ে যেতে অনেক সংকটে আছেন তারা। তাদের এ সংকট লাঘবে শমসেরনগরে হাসপাতাল তৈরীর লক্ষে প্রবাসিরা কাজ করছেন। দৃশ্যমান এ হাসপাতালে সকলের সহায়তা কামনা করেছেন তারা। আমিরাতে শমসেরনগর ওয়েলফেযার ট্রাস্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেছেন বক্তারা।

শনিবার দুবাইয়ের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান রিপন। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপনের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপির ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন শমসেরনগর বাজার সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আব্দুস শহিদ জহির।

এ সময় বক্তব্য রাখেন খতিব আলী, জাফর আহমদ, মুহিত ইফতিখার, শাহিন আল রাজি, আশিকুর রহমান, সুমন আহমদ, আলি সোহেল, মুহিনুল ইসলাম মুহিন, জাঙ্গীর আলম, সাংবাদিক লুৎফুর রহমান, সেলিম আহমদ, লিটন পাল, আব্দুস সালাম, টিটু আহমদ, ফুল মিয়া, দুলাল আহমদ চৌদুরী, আরী নূর, গোলাম রাব্বানী শাহিন, মোতাহির মিয়া।

এ সময় সংবর্ধিত অতিথিদ্বয়ের সম্মানে সম্মানা স্মারক প্রদান করা হয়। পরে ট্রাস্টের উপদেষ্টা বিএম লিটন হাইয়ের বাবা বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুল হাইয়ের বিদেহি আত্মার মাগফেরাত ও স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহিদ এর রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।