আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর বড়লেখা উপজেলা শাখার “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ 379 views
শেয়ার করুন

 গত শুক্রবার বড়লেখা উপজেলা হল রুমে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) সিলেট বিভাগের আওতাধীন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখার “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেনে সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমাদুল হক ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব খন্দকার মোদাচ্ছির বিন আলী, প্রধান আলোচক হিসেবে উপস্তিত ছিলেন আসকের সিলেট বিভাগীয় সভাপতি জনাব রকিব আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজ উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব সালেহ আহমদ জুয়েল,আসকের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ আজিজ,সিলেট জেলা সভাপতি এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করীম সহ বড়লেখা উপজেলা শাখা,বিয়ানীবাজার উপজেলা শাখা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

 

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও দিনশেষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠান।