আমিরাতে কমলগঞ্জ প্রবাসিকল্যাণ সমিতির অভিষেক

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ 448 views
শেয়ার করুন

আমিরাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ প্রবাসিদের নিয়ে গঠিত প্রাচীন সংগঠন কমলগঞ্জ প্রবাসিকল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেছেন, আঞ্চলিক এ সংগঠন মানবিক কাজে অন্য আঞ্চলিক সংগঠনের চেয়ে এগিয়ে আছে।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফুজাইরাহের নেতা শেখ জহির উদ্দিন।

সাধারণ সম্পাদক ইমন চৌধুরী ও প্রধান সমনয়কারী মো জাহাঙ্গীর আলম এর যৌথ উপস্থাপনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়ন পরিষদ এর ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

প্রধান বক্তা ছিলেন বাহুবল উপজেলার ৪ সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শমসেরনগর বাজার সমিতির সাবেক সভাপতি আবদুল মালিক বাবুল, বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি আবদুর রব, দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম, আল হিয়াম গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্ন টিভি পরিচালক আব্দুল কদদুস খা মজনু, সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্টপোষক আবদুল হক চৌধুরী সাইসতা, প্রতিষটাতা সভাপতি মুহিত চৌধুরী, কুলাউড়া সমিতির প্রধান পৃষ্ঠপোষক আবদুল মতিন, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটন, বৃহত্তর বাগলা প্রবাসি উন্নয়ন পরিষদ সভাপতি নজরুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল, সিলেট বিভাগীয় সমিতির সভাপতি আবদুল মজিদ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাহিন আল রাজী, উপদেষ্টা আবদুল মালিক, অসমানী স্মৃতি পরিষদ সহ সভাপতি জালাল উদ্দীন মন্তর, হাজী আলকাছ মিয়া সহ আরো অনেকে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এনামুল হক ইমরান। এ সময় বক্তব্য রাখেন আবদুল গপ্পার, মাওলানা ইলিয়াস আহমদ, আবুকালাম, ইমরান আহমদ সহ আরো অনেকে।

এ সময় অভিষিক্ত কমিটি আগামি দিনে দেশ ও প্রবাসির কল্যাণে আরো বেশি কাজ করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৪ শতাধিক কমলগঞ্জ প্রবাসিদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় বিগত দিনে অসহায় প্রবাসিদের লাশ দেশে প্রেরণ, অসহায় মানুষের ঘর নির্মাণ, শিক্ষা স্বাস্থ্য সহ নানা খাতে সংগঠনের অবদান তোলে ধরা হয়।